সিম্পল প্লেট ট্রাইফল তৈরির রেসিপি :
উপকরণ: কেকের পিস হুইপিং ক্রিম ১৫০ মিলি, কাস্টার্ড সুগার চার টেবিল চামচ, কাস্টার্ড এক কাপ, অরেঞ্জ অথবা স্ট্রবেরি জেলি পছন্দমতো, টুকরা করা ফল (আম, স্ট্রবেরি, চেরি, ব-্যাকবেরি)।
প্রণালি : ক্রিম আর কাস্টার্ড সুগার বড় বাটিতে নিয়ে হুইপ করে নিন। ১০ থেকে ১২ মিনিট করলেই এটা ফেঁপে উঠবে। এবার একটা ছড়ানো বড় ডিশ বা পে-টে কেকের পিসগুলো ছড়িয়ে নিন। তার ওপর জেলি ছড়িয়ে দিন। এরপর দিন গুলানো কাস্টার্ড। তার ওপর ফলের টুকরা, আবার কাস্টার্ড দিয়ে তার ওপরে হুইপ করা ক্রিমটা দিন। এরপর আবার ফলের টুকরা দিয়ে সাজিয়ে নিন।
এভাবে তৈরি হয়ে গেল আপনার খাবার।