ক্রিপ্টোকারেন্সি হলো অনলাইন মুদ্রা। এটা আপনে অনলাইনে কিনতে পারেন আবার অনলাইনেই বিক্রি করতে পারেন। কিন্তু আপনি হাতে ধরতে বা চোখে দেখতে পারবেন না।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি?
ক্রিপ্টো কারেন্সির এই কেনা বেচাকেই ক্রিপ্টো ট্রেডিং বলে।
অর্থাৎ আপনি ১০$ দিয়ে একটা ক্রিপ্টো কয়েন কিনে রাখলেন। কিছু দিন পরে দেখলেন যে আপনার কয়েনটির দাম ১২$ হয়ে গেছে এবং তখন আপনি কয়েনটি বিক্রি করে দিলেন। আপনার লাভ হলো ২$। আর এই পদ্ধতিকেই বলে ট্রেডিং।
এখন উল্টো কাজও হতে পারে। মনে করুণ আপনি ১০$ দিয়ে একটা ক্রিপ্টো কয়েন কিনে রাখলেন। কিছু দিন পরে দেখলেন যে আপনার কয়েনটার দাম ৮$ হয়ে গেছে। এখন এই সময় যদি আপনি কয়েনটি বিক্রি করে দেন তাহলে আপনার ২$ লস হবে।
এখন এই কেনা-বেচা সম্পূর্ণ আপনার হাতে। অর্থাৎ আপনি যদি লাভে বিক্রি করেন তবে আপনার লাভ হবে। আর লসে বিক্রির করলে আপনার লস হবে।
তবে মনে রাখবেন: আপনি যতক্ষণ না কয়েনটি বিক্রি করবেন ততক্ষণ পর্যন্ত লাভ লস আপনার হাতেই থাকবে। আপনি চাইলে কয়েনটি ১ মাসও নিজের কাছে রেখে দিতে পারেন। আবার ৫ বছরও রেখে দিতে পারেন।
আপনি যদি মনে করেন যে আপরার কয়েন এখন লসে আছে, তাই আপনি এটা বিক্রি না করে ৫ মাস বা ১ বছর রেখে দিবেন বা দাম বাড়লে বিক্রি করবেন। তাহলে আপনি সেটাই করতে পারেন।
আর এই ক্রিপ্টো কয়েন কেনা বেচা করাকেই বলে ক্রিপ্টো ট্রেডিং।