রিমোট শব্দের অর্থ হলো দূরবর্তী। আর জব শব্দের অর্থ চাকুরি। আর রিমোট জব অর্থ হলো দূরবর্তী কাজ।
এখন মনে করেন অফিসের বাইরে থেকে দূরে কাজ করাকে রিমোট জব বলে। বাড়ি থেকে অফিসের কাজ করাকে রিমোট জব বলে।
এখন বাংলাদেশের অনেক শিক্ষার্থী নিজেদের বাড়ি বসে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন পদের কাজ করছে। তার জন্য তাদের এইসব দেশে যাওয়ারও প্রয়োজন হয়না।
অনেকে রিমোট জব আর ফ্রিল্যান্সিং কে এক মনে করেন। কিন্তু রিমোট জব আর ফ্রিল্যান্সিং এক নয়।