ইউটিউবের আবিষ্কারক বা নির্মাতা হলেন চাড হারলি, স্টিভ চেন, এবং জাভেদ কারিম। তাঁরা তিনজন ২০০৫ সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন।ইউটিউবের প্রথম ভিডিওটি, "Me at the zoo", ২০০৫ সালের এপ্রিল মাসে জাভেদ কারিম আপলোড করেছিলেন। ২০০৬ সালে গুগল ইউটিউবকে কিনে নেয়। চাড হারলি এবং স্টিভ চেন ছিলেন পেপ্যালের সাবেক কর্মচারী, এবং জাভেদ কারিম ছিলেন তাঁদের সহকর্মী।