HTML এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো :-
১. একটি সাধারণ ওয়েবপেজ/ ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক কোড লিখতে হয়।
২. শুধু মার স্ট্যাটিক এবং প্লেন পেজ তৈরি করা যায়। ডাইনামিক পেজ তৈরিতে ব্যাবহৃত হয় না।
৩. HTML এর নিরাপত্তা ব্যাবস্থা খুবই দুর্বল। বড় কোড লেখা পেজ চালানো জটিলতার সৃষ্টি করে।
এছাড়াও আরো কিছু অসুবিধা আছে।
সর্বশেষ একটা কথায় বলতে চাই সকল জিনিসের সুবিধা-অসুবিধা দুটোই থাকে। HTML এর যেমন অসুবিধা আছে তার থেকে বেশি সুবিধাও আছে।