চ্যাট জিপিটি এখন এই নামটি আমরা প্রায়ই শুনে থাকি। আগে আমরা কোন তথ্য জানতে হলে বা কেউ জানতে চাইলে বলতাম যে গুগল করো। কিন্তু এখন আমরা গুগল বাদ দিয়ে বলি চ্যাট জিপিটিতে দেখ। এর কারণ আমরা গুগলে কোন তথ্য জানতে গেলে আমাদের অনেক খোজা-খুজি করা লাগে। এতে আমাদের অনেক সময়ও নষ্ট হয়। এই দিক থেকে চ্যাট জিপিটি আমাদের অনেক উপকার করে থাকে।
চ্যাট জিপিটি এর কাজ জানর আগে আপনাকে চ্যাট জিপিটি এর সম্পর্কে একটা সচ্ছ ধারণা থাকতে হবে। তো প্রথমে চ্যাট জিপিটি সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জেনে নেওয়া যাক।
চ্যাট জিপিটি হলো Open AI এর তৈরি একটি চ্যাট বট ( Chatbot)। চ্যাটবট হলো এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের সাথে বুদ্ধিদীপ্ত কথা বার্তা বা আলাপ-আলোচনা চালিয়ে যেতে পারে। ChatGPT এখানে GPT এর পূর্ণরূপ হলো : Generative Pretrend Transforme।
এটি মানুষের কথা বুঝে তার প্রয়োজন অনুযায়ী উত্তর প্রদান করতে সক্ষম একটি AI (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ইন্টারনেটে বিদ্যমান লক্ষ লক্ষ তথ্য, আর্টিকেল, ই-বুক ইত্যাদি থেকে ডেটা সংগ্রহ করে চ্যাট জিপিটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং এটি প্রতিনিয়ত ইন্টারনেটে বিদ্যমান তথ্য পর্যালোচনা করে নিজেকে উন্নত করে। ফলে এটি মানুষের জিজ্ঞাসা করা প্রশ্নের কাঙ্খিত উত্তর প্রদান করে।
OpenAI কতৃক তৈরিকৃত ChatGPT এর পথচলা শুরু হয় ২০২২ সালের ২০ নভেম্বর। তখন এটির বেটা ভার্সন চালু করা হয়েছিল। এখন এটি অনেক ভার্সন আছে। এটির প্রিমিয়াম ভার্সন ও আছে। যেখানে একটা নির্দিষ্ট সময় পরে ব্যাবহারকারীকে অর্থ প্রদান করতে হয়৷ এখনে ফ্রি ভার্সনের থেকে একটু বেশি সুবিধা পাওয়া যায়। যেমন: ছবি, ডকুমেন্ট, পিডিএফ ইত্যাদি আপলোড করা।
চলুন জেনে আসা যাক চ্যাট জিপিটি এর কাজ:-
১. এটির প্রধান কাজ হলো মানুষের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর প্রদান করা।
২. এটি রচনা লিখতেও সক্ষম।
৩. কম্পিউটার প্রোগ্রাম এর জন্য কোডও লেখা যায় এবং কোডে কোন ভুল আছে কি-না এটাও যাচাই করা যায়।
৪. ওয়েবসাইট কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট এর উপর পর্যাপ্ত ধারণা থাকলে এটির মাধ্যমে একটি সুন্দর অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করে নেওয়া যায়।
৫. কোন মানুষের জীবন বৃত্তান্ত (Biography) জানা যায়।
৬. এক্সেলের ফর্মুলা তৈরি করা যায়।
৭. বই এর সামারি কিংবা আর্টিকেল লেখা যায়।
৮. কোন বিষয়ের উপর চার্ট বা টেবিল তৈরি করা যায়।
৯. কবিতা লেখা বা বক্তৃতার জন্য স্ক্রিপ্ট লেখা যায়৷
১০. কোন পন্যের ওপর বিস্তারিত তথ্য লেখা যায়।
এছাড়াও এটির মাধ্যমে আরো অনেক কাজ করা যায়।