সোয়ম্প গ্যাসকে মার্স গ্যাস বলে । এটি মূলত মিথেন,হাইড্রোজেন সালফাইড,কার্বন ডাই অক্সাইড ট্রেস ফসফাইন মিশ্রনের জলাভূমি ।সাধারনত জলাভূমির পৃষ্ঠটিতে বিভিন্ন গাছপালা পচে যে স্তর তৈরি করে তা এক সময় জৈব উপাদানগুলিতে অক্রিজেন সরবারাহে বাধা দেয় । এরা প্রাণী ও উদ্ভিদের গাজন করেত দেয় যা পরে মিথেন গ্যাস তৈরি করে । এই আটকে পড়া মিথেন তিনটি প্রধান পথের মাধ্যমে পালাতে পারে যা পরে মার্স গ্যাস তৈরি করে থাকে ।