একই ডোমেইন এর অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।
এখন ওয়েবসাইট সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে ওয়েবপেজ কি?
ধরা যাক ইজি অ্যান্সার নামক Easyanswer ওয়েবসাইটটিতে কতগুলো ওয়েবপেজ যেমন: সদস্যবৃন্দ, রেজিষ্ট্রেশন, প্রশ্ন করুণ, বিভাগ সমূহ, নিয়মাবলি এবং বিভিন্ন পেইজ রয়েছে যেগুলো লিংক দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। এখন এই সবগুলো ওয়েবপেজকে একত্রে একটা ওয়েবসাইট বলা হয়।