আমরা লক্ষ্য করেছি যে ইউজাররা AI দিয়ে Content লিখে ওয়েবসাইটে সাবমিট করছে। এই ধরণের কন্টেন্ট আমরা কনো অবস্থা তে গ্রহণ করবো না। এবং ঐ ইউজারের একাউন্ট ডিলিট করা হবে।
টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ১০৩ রান। ২০১৮ সালের জুনে বেঙ্গালুরুতে তারা ভারতের বিপক্ষে তৃতীয় ইনিংসে ১০৩ রানে অলআউট হয়। সেই ম্যাচে ভারত ইনিংস ও ২৬২ রানে জয়ী হয়। ম্যাচসেরা হন শিখর ধাওয়ান। সেই ম্যাচে প্রথম ইনিংস আফগানরা করে ১০৯ রান।
আরো পড়ুণ: টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বনিম্ন দলীয় রান কত?
872 টি প্রশ্ন
647 টি উত্তর
14 টি মন্তব্য
214 জন সদস্য
Most popular questions within the last 30 days