দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক মহিলা বা পুরুষ তাদের কাপড়ের নিচে অন্তর্বাস ব্যবহার করে থাকেন। এটা অনেক টাইট হওয়ায় দেহের সংবেদনশীল অঙ্গগুলা মানুষের সামনে বোঝা যাই না। কিন্তু এটা সাধারনত বাইরে থাকার সময় ব্যবহার করা উত্তম। তবে এখন প্রায় সবাই সবসময়ই অন্তর্বাস ব্যবহার করে থাকি। অনেকে রাতে ঘুমানোর সময়ও অন্তর্বাস খোলেন না। অনেকেরই প্রশ্ন যে রাতে অন্তর্বাস পরে ঘুমালে কি কনো সমস্যা হবে?
এই বিষয় নিয়ে অনেকেই চিন্তিত । তো চলুন জেনে আসা যাক যে
রাতে অন্তর্বাস পরে ঘুমালে এর উপকারিতা এবং অপকারিতা কি?
সবার আগে জেনে রাখা ভালো যে চিকিৎসাশাস্ত্রে এখনো পর্যন্ত প্রমানিত হয় নি জএ অন্তর্বাস দেহের জন্য ভাল না কি খারাপ। তাই এর উপকারিতা বা অপকারিতা নিয়ে কথা বলাটাও অনেক কঠিন।
উপকারিতাঃ-
ধারণা করা হয় যে অন্তর্বাস শরীর কে রক্ষা করে। তবে এটা আপনার নিজের উপর। অন্তর্বাস ব্যবহার করলে শরীর এর সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ, যাদের স্তন অনেক বড় তারা যদি কোন জামা-কাপড় পরে মানুষ এর সামনে যান তবে দেহের সংবেদনশীল অঙ্গগুলো বাইরে থেকে বোঝা যাই। এটা আকজন পুরুষ কিংবা নারী উভয় এর জন্য অসস্তিকর। তাই এটার সমস্যা দূর করার জন্যই মানুষ অন্তর্বাস ব্যবহার করেন।
রাতে ঘুমানোর সময় অন্তর্বাস ব্যবহার অন্তর্বাস ব্যবহার সেই মহিলাদের জন্য ভাল যাদের স্তন এক্টু বড় । কারণ ঘুমানর সময় স্তন এর কারনে ঘুরে শুতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে অন্তর্বাস তাদের জন্য উপকারি। আবার তারা যদি রাতে একটু অন্যমনস্ক হয়ে ঘুমিয়ে যাই তখন স্তনে ব্যাথা হতে পারে। তাই তারা অন্তর্বাস ব্যবহার করতে পারেন।
ঘুমানোর সময় অন্তর্বাস ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে?
অপকারিতাঃ-
অন্তর্বাস পরে ঘুমালে অনেক সমস্যা হতে পারে ।
১। রক্ত সঞ্চালনে বাধাঃ যেহেতু এটা দেহের সংবেদনশীল অঙ্গকে ঢেকে রাখে তাই সাধারণত এগুলো অনেক টাইট হয়। এগুলো ব্যবহার করলে দেহের রক্ত সঞ্চালণ বাধাগ্রস্থ হয়। আর দিনের বেলা একটু টুকটাক হাটা চলা করা হয় তাই কোন সমস্যা হয় না। কিন্তু রাতে আমরা ঘুমানোর সময় শরীর আকদম শান্ত থাকে । তাই রাতে এটা পরে ঘুমালে শরীরে অসস্থি অনুভব হয়। শরীরে ক্লান্তি ও ব্যথা অনুভব হয়।
২। শ্বাস-প্রশ্বাস এ সমসসাঃ এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু অনেক্ষন টাইট ব্রা বা আন্ডাওয়ার বাবহারে ফুস্ফুস এর উপর প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে শ্বাস-প্রশ্বাস এর সমস্যা তৈরি হতে পারে।
৩। কান্সার এর ঝুকি বৃদ্ধিঃ অনেক টাইট অন্তর্বাস রাতে ঘুমানোর সময় নিয়মিত ব্যবহার করলে প্রজনন অঙ্গে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। যেটা পুরুষ এর শুক্রাণুর সংখ্যা ও মানের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া নারীর স্তনে ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ এর ফলে স্তন কান্সার এর ঝুকি বাড়িয়ে তুলতে পারে।
৪। চুলকানি হতে পারেঃ যদি টাইট অন্তর্বাস পরে রাতে ঘুমানো হয় তবে শরীরে বায়ু প্রবেশ না করতে পারার কারনে চুলকানি দেখা দিতে পারে। এবং শরীরে অস্বস্তি হতে পারে।
৫। ঘুমে ব্যাঘাত ঘটতে পারেঃ রাতে ঠিকমত ঘুম হবে না। কিংবা পর্যাপ্ত পরিমান ঘুমাতে পারবেন না।
পরামর্শঃ যেহেতু রাতে আপনাকে কোন মানুষ জনের সামনে যাওয়ার প্রয়োজন হচ্ছে না তাই অন্তর্বাস খুলেই ঘুমানোর চেষ্টা করুণ। এটা পুরুষ-মহিলা উভয় এর জন্য অনেক উপকারি। এবং ঘুমের জন্য অনেক ভালো।
বিঃদ্রঃ উপরে যে কথা গুলা বলা হয়েছে সেগুলোর কোন বৈজ্ঞানিক কোন প্রমাণ নেই। তবে এগুলা সব বিশেষজ্ঞদের মতামত এর উপর ভিত্তি করে বলা হয়েছে।