ফেসবুক ও ইউটিউবে অশ্লীল ভিডিও চলে আসে কিভাবে বন্ধ করব ? - Easyanswer নোটিশঃ

আমরা লক্ষ্য করেছি যে ইউজাররা AI দিয়ে Content লিখে ওয়েবসাইটে সাবমিট করছে। এই ধরণের কন্টেন্ট আমরা কনো অবস্থা তে গ্রহণ করবো না। এবং ঐ ইউজারের একাউন্ট ডিলিট করা হবে।

Easyanswer-এ এখন ৫০০ পয়েন্ট অর্জন করলে ৫০টাকা পেমেন্ট পাওয়া যায় | তাই নিবন্ধন করা না থাকলে এখানে ক্লিক করে নিবন্ধন করুন। উত্তর করার পূর্বে অবশ্যই নীতিমালা পড়ুন
সহজ উত্তরে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
+1 টি ভোট
301 বার প্রদর্শিত
"মোবাইল টিপস" বিভাগে করেছেন (300 পয়েন্ট)

ফেসবুক ও ইউটিউবে অশ্লীল ভিডিও চলে আসে কিভাবে বন্ধ করব ?

ফেসবুক  ও ইউটিউব এর অশ্লীল ভিডিও কিভাবে এক মিনিটেই বন্ধ করব?


2 উত্তর

0 টি ভোট
করেছেন (300 পয়েন্ট)

আজকে ইন্টারনেটের এই যুগে আমরা দেখতে পাই যে সব জায়গায় অশ্লীলতা ঢুকে গিয়েছে । এমনকি আজকাল আমরা যদি ফেসবুক এবং ইউটিউবের দিকেই তাকিয়ে দেখি যে তাদের অ্যালগরিদম বা এমন ভাবে তৈরি করে রেখেছে যে  আমরা ফেসবুকে ঢুকলেই তারা আমাদের কে এমন ভিডিও সাজেস্ট করে যেগুলো একটু অশ্লীলতা টাইপের যেগুলো আমাদের দেখতে একটু ভালো লাগে।

  আমরা সব চেষ্টা করেও তাদের এই এলগরিদমটাকে থামাতে পারি না।  কিন্তু এখন থেকে ফেসবুকে তাদের অশ্লীল ভিডিও আমাদের দেখাতে পারবেনা।  আমরা মাঝে মাঝে দেখে থাকি যে ফেসবুক ওই ইউটিউব সহ বিভিন্ন ওয়েবসাইটে অনেক জুয়া বা বেটিং সাইটের অ্যাড দিয়ে থাকে।  আবার কোন কোন ওয়েবসাইটে ঢুকলে তো তারা সরাসরি জোয়ার ওয়েবসাইটেই আমাদের রি ডাইরেক্ট করে নিয়ে চলে যায়।  আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে তারা আমাদের অনিচ্ছায়  এই কাজ করে থাকে।  আজকে এমন একটি অ্যাপের কথা আলোচনা করব যেটার মাধ্যমে আমরা সকল হারাম ওয়েবসাইট থেকে বিরত থাকতে পারি। 

এই ওয়েবসাইট আমাদের কি কি কাজে সাহায্য করবে?

 ফেসবুক বা ইউটিউব চালানোর সময় তাদের এলগরিদম বা রোবট এমনভাবে তৈরি করা রয়েছে যে  আমরা দেখতে না চাইলেও তারা এমন সব ভিডিও আমাদের সামনে তুলে দেয় যার মাধ্যমে আমরা অনেক হারাম কাজ করে ফেলি।  তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন এডাল্ট এডভার্টাইজমেন্ট,  অশ্লীল ভিডিও,  হারাম ওয়েবসাইটের এড দেওয়া,  ইত্যাদি তারা আমাদের সামনে দেখিয়ে থাকে।   আমরা যদিও দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকি যে কোন হারাম জিনিস আমরা দেখব না তারপরও তাদের ওই একটা ভিডিওর উপরে আমরা অনেক হারাম ভিডিও দেখে ফেলি। 

 তার মধ্যে অন্যতম হলো পর্নোগ্রাফি দেখা।  আমরা কোনোভাবে এটা বন্ধ করতে পারিনা।  মনে করেন আমি এখন ফেসবুকে গেলাম সামনে একটি অশ্লীল ভিডিও চলে আসলাম তারপরে একের পর এক অশ্লীল ভিডিও আসতে থাকে।  একটু সময় পরে আমাদের মন এমনভাবে ভেবে ফেলে যে আমরা সরাসরি পর্নোগ্রাফির দিকে  ঝুকে পড়ি। আমাদের অনেকের ছেলেমেয়েরাও আজকাল পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়েছে।  আমরা চাইলেই তাদের এই কাজটি বন্ধ করে দিতে পারি। 


 কিভাবে পর্নোগ্রাফি বন্ধ করব? 

 আমাদের অনেকেরই মনে চায় যে আমরা পর্নোগ্রাফি দেখবো না বা অশ্লীল ভিডিও দেখবো না, কিন্তু আমরা সেটা পালন করতে পারি না।  "Kahaf Guard" নামক একটি অ্যাপ রয়েছে যেটার মাধ্যমে আমাদের মোবাইলের সকল নষ্ট বা খারাপ ভিডিও গুলো তারা বন্ধ করে দিবে।  তারা আমাদের মোবাইলটিকে সিকিউর করে দেবে।  এই অ্যাপটি মূলত ৫৮ লক্ষের অধিক হারাম ওয়েবসাইট ব্লক করে রেখে দিবে।  এমন কি ফেসবুকও ইউটিউবে আসা অশ্লীল ভিডিও বন্ধ করে দিবে। 

এছাড়াও অনেক সময় আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে থাকি।  সেই সময় গুগলে কোন কিছু সার্চ করলে গুগলে সার্চ লিস্ট এর উপরেই অনেক হারাম ওয়েবসাইট চলে আসে।  এই অ্যাপটি সেই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দিবে সেগুলো আমাদের মোবাইলে আর দেখাবে না।  আবার অনেক সময় আমরা এমন ওয়েবসাইটে ঢুকে পড়ি যেখানে এমন সব এডভারটাইজমেন্ট থাকে যেগুলো জুয়া বা বেটিং নির্দেশ করে।  এই অ্যাপ সেই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দিবে।  অনেক সময় একটা ওয়েব সাইটে ঢুকলে সেই ওয়েবসাইট আবার আমাদের অন্য আরেকটা ওয়েবসাইট করে  রিডাইরেক্ট নিয়ে চলে যায়।  এই ওয়েবসাইট সেটি করাও বন্ধ করে দিবে। 


 মূলত আপনি যদি চান যে আপনি একটি ভাল মানুষ হয়ে উঠবেন এবং খারাপ জিনিস দেখবেন না এবং কোন খারাপ বা হারাম কাজ থেকে বিরত থাকবেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য অনেক কার্যকর।  এটি আপনাকে কিভাবে উপকার করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না।  তাই আপনি যদি চান যে আপনি এবং আপনার পরিবারের সকলেই একটি সুস্থ সুন্দরভাবে অনলাইনে বিচরণ করতে,  তাহলে আমার পরামর্শ আপনি এই অ্যাপটি ডাউনলোড করুন।  এটা আপনাকে প্রচুর ভাবে সাহায্য করবে। 

 অ্যাপটির লিঙ্ক নিচে দেওয়া হলঃ KAHF Guard


করেছেন (50 পয়েন্ট)
এটা কোনো কাজের না। এর চেয়ে adguard DNS টা বেটার
0 টি ভোট
পূর্বে করেছেন (54 পয়েন্ট)
ফেসবুকের জন্য:

1. Watch ভিডিও ফিড কাস্টমাইজ করুন:

ফেসবুক অ্যাপে Menu > Settings & Privacy > Settings এ যান।

Your Activity > News Feed Preferences > Manage Favorites এ গিয়ে অনাকাঙ্ক্ষিত পেজ বা কন্টেন্ট আনফলো করুন।

Watch > Video History থেকে অপ্রত্যাশিত ভিডিওর হিস্ট্রি মুছে ফেলুন।

2. Hide অপশন ব্যবহার করুন:

যেকোনো অনাকাঙ্ক্ষিত ভিডিওতে তিন ডট (⋮) ক্লিক করে Hide video বা Not interested সিলেক্ট করুন।

3. অবাঞ্ছিত পেজ আনফলো করুন:

যেসব পেজ বা গ্রুপ থেকে অশ্লীল কন্টেন্ট আসে, সেগুলো Unfollow বা Leave করুন।

4. Restrict Certain Content:

Settings & Privacy > Settings > Profile Settings > Content Preferences থেকে Sensitive Content নিয়ন্ত্রণ করুন।

ইউটিউবের জন্য:

1. Restricted Mode চালু করুন:

ইউটিউব অ্যাপে Settings > General > Restricted Mode অন করুন।

ব্রাউজারে YouTube > Settings > Restricted Mode চালু করুন।

2. অপ্রত্যাশিত ভিডিও Hide করুন:

যেকোনো ভিডিওর পাশে ⋮ ক্লিক করে Not interested বা Don’t recommend channel সিলেক্ট করুন।

3. ওয়াচ হিস্ট্রি মুছে ফেলুন:

Settings > History & Privacy > Clear Watch History করুন।

4. Kids বা Safe Browsing Mode ব্যবহার করুন:

ইউটিউব কিডস (YouTube Kids) অ্যাপ ব্যবহার করুন।

ব্রাউজারে SafeSearch চালু

 করতে Google > Search Settings > Turn on SafeSearch করুন।
পূর্বে করেছেন (52 পয়েন্ট)
আপনি ফোনের সেটিংস এ গিয়ে Private Dns e যাবেন।  তারপর sp-dns-dot.kahfguard.com এটা লিখে সেভ করবেন। ইন শা আল্লাহ সমস্যার সমাধান হবে

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর
28 জুলাই 2023 "মোবাইল টিপস" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Fuad (74 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর
08 নভেম্বর 2023 "মোবাইল টিপস" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Fuad (74 পয়েন্ট)
0 টি ভোট
0 টি উত্তর
–1 টি ভোট
1 উত্তর
Easyanswer এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। Live Traffic Feed
...