জিন্সের প্যান্টের সামনে দুইটি পকেট থাকে। আমরা আরেকটি লক্ষ্য করে থাকলে দেখতে পাবো যে এই দুইটি পকেটের সামনেও আরেকটি ছোট পকেট দেওয়া থাকে। কখনো কি লক্ষ্য করে দেখেছি যে এই পকেটটি কি কারণে দেওয়া থাকে? এই ছোট পকেটটির কাজ কি? চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব।
আমরা অনেকেই মনে করে থাকি যে এটা হয়তো ডিজাইন বা আজকের ফ্যাশন। কিন্তু এই ছোট পকেট দেওয়া কোন ডিজাইন বা ফ্যাশন না। এটা সেই শুরুর দিক থেকেই চলে আসছে। জিন্সের প্যান্টের যখন প্রচলন শুরু হয়েছিল তখনই এই বাড়তি পকেটটি জুড়ে দেওয়া হয়েছে। সেই প্রচলন এখনো চলে আসছে।
কেন জিন্সের পয়েন্টে এই ছোট পকেটটি দেওয়া থাকে?
মূলত আমাদের অনেকেই গিটার বাজাতে পছন্দ করেন। তাদের গিটারে পিক তারা এখানে রাখতে পারে। আবার আমাদের অনেক দরকারি ছোট জিনিসপত্র আমরা এখানে রাখতে পারি। হয়তো আমরা এটা এখন ব্যবহার করি না কিন্তু এটা অনেক উপকারী একটা পকেট। যেমন আমরা অনেক সময় পেনড্রাইভ বা মেমোরি কার্ড নিয়ে কোথাও যেতে হয়। তখন বড় পকেটে রাখলে টাকা বা অন্যান্য জিনিসের সাথে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা আমাদের অনেক দরকারি তথ্য হারিয়ে ফেলার সম্ভাবনা বাড়িয়ে তোলে। কিন্তু আমরা যদি এই পকেটে রাখি তাহলে এটা অনেক নিরাপদ থাকে। আবার অনেক সময় আমাদের কাছে অনেক খুচরা পয়সা থেকে যায়, সেগুলো আমরা রাখার জায়গা পাই না কিন্তু এই পকেটে আমরা সেই খুচরা পয়সাগুলো রাখতে পারি।
শুনে অবাক হচ্ছেন! এটা আপনার কাছে দরকারি না হলেও এটা এই ব্যবহারের জন্যই এখনো দিয়ে থাকে।
এই ছোট পকেটের ইতিহাসঃ
সেই পুরনো দিনের কথা। ১৮ শতকের দিকে, পশ্চিমা অঞ্চলে তখন রোদে পোড়া তামাটে চেহারার রাখালরা মাঠে কঠোর পরিশ্রম করেন। তারা আবার সাহেবই পোশাক পড়তে পারেন না। তারা এই জিন্সের প্যান্ট টি পড়তে পছন্দ করেন। আবার সেই সময়ে একটি ফ্যাশন ছিল যে ঘড়ি হাতে নই বরং পকেটে রাখার প্রচলন ছিল। তাই তারা ঘড়ি পকেটে রাখতেন। তাই এই রাখালরা তাদের পছন্দের জিন্সের প্যান্টের সাথে ঘড়ি ছোট পকেটে ঝুলিয়ে রাখতেন।
তবে বর্তমানে হাতঘড়ি আবিষ্কারের উপর এই পকেটের ব্যবহার সচরাচর করতে দেখা যায় না।