ইন সার্চ ইঞ্জিনের নাম শুনলে আমরা এক নামেই গুগলকে চিনি । কারণ সার্চ বাজারে পুরো বিশ্বে একচেটিয়া আধিপত্য বিস্তার করে যাচ্ছে গুগল। অধিকাংশ ব্যবহারকারী তাদের কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পাওয়ার জন্য গুগলে সার্চ করে থাকেন । তাই বিশ্বের বাজারের অধিকাংশ search গুগল থেকেই করা হয়। ব্যবহারকারীদের কাছে এটি কয়েক দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তবে দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও দিন দিন এর জনপ্রিয়তা কমে আসছে।
ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে google নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো সার্চ ইঞ্জিন পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি যুক্ত করা। তবে এত কিছু করেও সার্চ ইঞ্জিন বাজারে গুগলের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে বিশ্লেষণকারী একটি ওয়েবসাইট “ স্ট্যাট কাউন্টার” জানিয়েছে, গত তিন মাসে বৈশ্বিক সার্চ শিল্পে গুগলের আধিপত্য তার পরিমাণ নেমে এসেছে ৯০ শতাংশের নিচে। যেটা 2015 সালের পরে প্রথমবার ঘটছে।
তাদের তথ্য মতে গত ১ দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক সার্চ শিল্পে গুগলের আধিপত্য তার পরিমাণ ছিল 90 থেকে 92 শতাংশ কিংবা তারও বেশি। কিন্তু গত বছরের অক্টোবরে করা একটি পরিসংখ্যানে দেখা যায় যে প্রতিষ্ঠানটির দখলে ছিল ৮৯.৩৪ শতাংশ। আবার নভেম্বরে সেটা কিছুটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 89.99 শতাংশ। কিন্তু ডিসেম্বরে এটাতে কিছুটা ভাটা পড়ে এবং দেখা যায় ডিসেম্বরের শেষে হয়েছে 89.73 শতাংশ। এর আগে এমন পরিসংখ্যান দেখা গিয়েছিল ২০১৫ সালের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। সে সময়ও গুগলের দখলে ছিল যথাক্রমে 89.62, 89.47, এবং 89.52 শতাংশ।
Also Read:
কোন দেশ প্রথম মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠায়?
কোন দেশ প্রথম মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠায়?
বৈশ্বিক সার্চ শিল্পে গুগলের জনপ্রিয়তা হারানোর কারণ কি?
বিশ্লেষকরা ধারণা করছেন যে গুগল এর এই সার্চ ইঞ্জিন বাজারে ভাটা পড়ার কারণ জেনারেটিভ এ আই প্রযুক্তি ক্রমাগত বৃদ্ধি। কত বছর আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের এ আই প্রযুক্তি ক্রমাগত মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। চ্যাট জিবিটি এবং পারপ্লেক্সিটি এআইয়ের মতো বিভিন্ন ধরনের এ আই প্ল্যাটফর্ম মানুষ এর কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর এসব কারণেই বৈশ্বিক সার্চ শিল্পে গুগলের জনপ্রিয়তা একটু কমে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।