প্রথমে বুটলোডার আনলক করার জন্য আনলক টুল ডাউনলোড করে নিতে হবে।
https://unlocktool.net/download/ এখান থেকে ডাউনলোড করে নিয়ে এক্সট্রাক্ট করে নিতে হবে। এবং boot.img লাগবে স্টক। স্টক রম থেকে বের করে নিবেন। এরপর মোবাইলের ডেভেলপার অপশনে গিয়ে oem unlocking এবং usb debugging অন করে নিতে হবে। unlock tool ওপেন করে নিবেন, টুল এর নিচের দিকে বুট অপশনে ক্লিক করতে হবে। ফোনের মডেল সিলেক্ট করে নিবেন। উপরে spreadtrum সিলেক্ট করে নিবেন। এরপর মোবাইল পাওয়ার অফ করে ভলিউম আপ এবং ডাউন একসাথে চেপে ধরে পিসির সাথে usb cable দিয়ে কানেক্ট করে নিবেন। ডান পাশে একটি প্রসেস শুরু হবে। এটি শেষ হওয়ার পর UNLOCK BL এ ক্লিক করবেন। বুটলোডার আনলক হওয়ার পর মোবাইল অন করে নিবেন এবং magisk install করে নিবেন, এরপর magisk এর install অপশনে ক্লিক করলে select and patch a file থেকে আপনার boot.img সিলেক্ট করে নিবেন। patch হয়ে গেলে এটি পিসিতে নিয়ে নিবেন এবং আবার unlock tool ওপেন করে উপরের মত করে কানেক্ট করে নিবেন এরপর বাম পাশে ৩৬ নাম্বার এর দিকে boot_a দেখা যাবে, এখানে রাইট ক্লিক করে write এ ক্লিক করে patch হওয়া boot img সিলেক্ট করে দিলে ফ্ল্যাশ হয়ে যাবে। এরপর magisk ওপেন করলে দেখা যাবে রুট হয়েছে। এরপরও না বুঝে ইউটিউবে ভিডিও দেখে নিবেন।