Easyanswer এ প্রশ্নোত্তর লেখা ও এর মাধ্যমে টাকা ইনকামের নিয়ম কী?? - Easyanswer নোটিশঃ

আমরা লক্ষ্য করেছি যে ইউজাররা AI দিয়ে Content লিখে ওয়েবসাইটে সাবমিট করছে। এই ধরণের কন্টেন্ট আমরা কনো অবস্থা তে গ্রহণ করবো না। এবং ঐ ইউজারের একাউন্ট ডিলিট করা হবে।

Easyanswer-এ এখন ৫০০ পয়েন্ট অর্জন করলে ৫০টাকা পেমেন্ট পাওয়া যায় | তাই নিবন্ধন করা না থাকলে এখানে ক্লিক করে নিবন্ধন করুন। উত্তর করার পূর্বে অবশ্যই নীতিমালা পড়ুন
সহজ উত্তরে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
+1 টি ভোট
359 বার প্রদর্শিত
"Easyanswer" বিভাগে করেছেন (300 পয়েন্ট)

Easyanswer এ প্রশ্নোত্তর লেখা ও এর মাধ্যমে টাকা ইনকামের নিয়ম কী??

এই বিষয়ে একটা বিস্তারিত তথ্য চাই।

1 উত্তর

0 টি ভোট
করেছেন (300 পয়েন্ট)
পূর্বে সম্পাদিত করেছেন

Easyanswer হলো প্রশ্নোত্তর ভিত্তিক একটি প্লাটফর্ম। এখানে আপনি আপনার অজানা কোন তথ্য জানার জন্য প্রশ্ন করতে পারেন। আবার অন্য সদস্যের জানতে চাওয়া কোন প্রশ্নের উত্তর দিতে পারেন। এছাড়াও এই প্রশ্নোত্তর করার মাধ্যমে আপনি Easyanswer থেকে ইনকামও করতে পারবেন। ইনকাম করার জন্য আপনাকে নিম্নলিখিত কিছু শর্ত মেনে চলতে হবে। সেগুলো হলো:

১. সুন্দর ও সাবলীল ভাষায় প্রশ্ন ও উত্তর করতে হবে। 

আপনি যদি Easyanswer এ প্রশ্ন করতে চান তবে আপনার প্রশ্নটি অবশ্যই সাবলীল ভাষায় হতে হবে। অশ্লীল ভাষায় কিংবা কাউকে কটুক্তি করে কোন প্রশ্ন করা যাবে না। 

আর উত্তর করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এমন ভাবে উত্তর করবেন যেন ভিজিটররা আপনার উত্তর পড়ে তাদের কাঙ্ক্ষিত তথ্য পেতে পারে। উত্তরে কোন কটুক্তি করা যাবে না। এমন কোন কথা লেথা যাবে না যেটা Easyanswer এর নীতিমালা লঙ্ঘন করে থাকে। (যেমন: আগ্নেয়াস্ত্র, অশ্লীল কথা ইত্যাদি) ।  

২. ব্যখ্যামূলক উত্তর লেখা

Easyanswer এমন ধরনের ওয়েবসাইট যেটা তার ব্যবহারকারীদের চাহিদার উপর সম্পূর্ণ খেয়াল রাখে। তাই আপনি এমন ধরনের উত্তর প্রকাশ করবেন যেটার মাধ্যমে ব্যবহারকারী তার কাঙ্খিত তথ্য পেতে পারে। তাই কোন প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেই উত্তর সম্পর্কে পুর্নাঙ্গ জ্ঞান থাকতে হবে উত্তর দাতার। 

অনেকে উত্তরের দৈর্ঘ বৃদ্ধির জন্য একই লেখা বার বার কপি করে আপডেট করে থাকেন। কিন্তু আপনারা সবাই জানেন যে কোন প্রশ্ন কিংবা উত্তর প্রকাশের আগে Easyanswer কতৃপক্ষ সেই লেখাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকে। তাই এমন ধরনের লেখা পাওয়া গেলে সেগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া হবে।

৩. কপি-পেস্ট মুক্ত লেখা প্রকাশ।

অনেক ব্যবহারকারী যেকোন জায়গা থেকে লেখা সরাসরি কপি করে সাবমিট করে থাকেন। কিন্তু আপনারা সবাই জানেন যে কোন প্রশ্ন কিংবা উত্তর প্রকাশের আগে Easyanswer কতৃপক্ষ সেই লেখাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকে। তাই এমন ধরনের কোন লেখা সাবমিট করলে সেটা সরাসরি ডিলিট করে দেওয়া হবে। তাই কোন লেখা Easyanswer এ প্রকাশের পূর্বে অবশ্যই এই বিষয়ের দিকে সতর্ক থাকবেন। 


৪. Al দিয়ে লেখা কন্টেন্ট 


আপনি যদি কোন উত্তর AI (Copilot, Chatgpt, Gemeni, deepseek) ব্যবহার করে লিখে থাকেন তাহলে সেই উত্তর গ্রহন করা হবে না। আপনার সেই উত্তরটি ডিলিট করে দেওয়া হবে। আর এমন কাজ যদি আপনি বার বার করে থাকেন তহলে আপনার অ্যাকাউন্ট ও ডিলিট করে দেওয়া হতে পারে। আপনারা সবাই জানেন যে কোন প্রশ্ন কিংবা উত্তর প্রকাশের আগে Easyanswer কতৃপক্ষ সেই লেখাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকে। তাই AI দিয়ে লেখা কন্টেন্ট প্রকাশ করা থেকে বিরত থাকুন।  


৫. মানসম্পন্ন উত্তর দিন।

আপনার প্রদান করা উত্তরটি অবশ্যই মানসম্পন্ন এবং তথ্য বহুল হতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়টিতে অভিজ্ঞ সেই বিষয়ে উত্তর পর্দান করুণ। কোন অবাঞ্ছিত উত্তর করা থেকে বিরত থাকুন। 

Easyanswer থেকে কিভাবে ইনকাম করা যায়? 

আপনি প্রশ্নোত্তর করার মাধ্যমে Easyanswer থেকে ইনকাম করতে পারবেন। 

Easyanswer এ সর্বনিম্ন ৫০০ পয়েন্ট অর্জন করার মাধ্যমে আপনি ৫০ টাকা তুলতে পারবেন। আপনি Easyanswer থেকে সর্বনিম্ন ৫০ টাকা তুলতে পারবেন। এর উরেও তুলতে পারবেন সেটা রাউন্ড ফিগারে তুলতে হবে। যেমন:

৫০০ পয়েন্ট = ৫০ টাকা

৭৫০ পয়েন্ট = ৭৫ টাকা

১০০০ পয়েন্ট = ১০০ টাকা

১৫০০ পয়েন্ট = ১৫০ টাকা

.....................................................


★★★ আপনি যদি ১ বার Easyanswer থেকে টাকা উত্তোলন করে থাকেন, তবে আপনি যতগুলো পয়েন্টের এর জন্য টাকা উত্তোলন করেছেন, সে-ই পয়েন্টগুলো পরবর্তীতে টাকা উত্তোলনের জন্য হিসাব করা হবে না। অর্থাৎ আপনার পয়েন্ট আবার ০ হয়ে যাবে। 


★★★ প্রতি প্রশ্ন এর জন্য ১ পয়েন্ট প্রতি উত্তরের জন্য ২ পয়েন্ট। একাউন্ট খুলার সাথে সাথে ৫০ পয়েন্ট আপনার একাউন্টে যোগ হবে। টাকা উত্তলনের পরে আপনার পয়েন্ট আবার ০ হয়ে যাবে।


উপরের উল্লিখিত নিয়মগুলো মেনে কাজ করে পেমেন্ট রিকুয়েষ্ট দিলে Easyanswer কতৃপক্ষ সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে আপনার টাকাটি প্রদান করে দিবে।✅


➡️ তাই নিয়ম মেনে কাজ করুন এবং Easyanswer এর সাথেই থাকুন ধন্যবাদ।

পূর্বে করেছেন
Easyanswer-এ প্রশ্ন করতে হলে তা স্পষ্ট ও মার্জিত ভাষায় হতে হবে। অশ্লীল বা কাউকে অপমান করে কিছু লেখা যাবে না। উত্তরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, যাতে পাঠক প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। Easyanswer কর্তৃপক্ষ প্রতিটি উত্তর যাচাই করে, তাই বারবার একই তথ্য কপি করলে তা মুছে ফেলা হবে। অন্য কোথাও থেকে লেখা কপি করলে সেটাও গ্রহণযোগ্য নয়।

AI দিয়ে তৈরি করা কোন ুত্তর  অনুমোদিত নয়, এমন কিছু প্রকাশ করলে তা ডিলিট হবে এবং একাউন্টও বাতিল হতে পারে। তাই নিজস্ব ভাষায়, তথ্যসমৃদ্ধ উত্তর দেওয়াই ভালো। অনুমানভিত্তিক বা ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকুন।

Easyanswer-এ কাজ করে পয়েন্ট অর্জন করা যায়, যা পরবর্তীতে টাকায় রুপান্তর করা যায়। ৫০০ পয়েন্ট হলে ৫০ টাকা উত্তোলন করা যাবে। একবার টাকা তুললে সেই পয়েন্ট আর হিসেব হবে না , অর্থায়াত নতুনভাবে সংগ্রহ করতে হবে। প্রতি প্রশ্নে ১ পয়েন্ট, উত্তরে ২ পয়েন্ট এবং নতুন একাউন্ট খুললে ৫০ পয়েন্ট বোনাস পাওয়া যাবে। টাকা উত্তোলনের অনুরোধের ৭২ ঘণ্টার মধ্যে পেমেন্ট দেওয়া হবে। নিয়ম মেনে কাজ করুন ও Easyanswer-এর সাথে থাকুন। ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর
6 দিন পূর্বে "Easyanswer" বিভাগে জিজ্ঞাসা করেছেন Muhit (300 পয়েন্ট)
–1 টি ভোট
1 উত্তর
01 অক্টোবর 2023 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Morsalin (200 পয়েন্ট)
–1 টি ভোট
2 টি উত্তর
–1 টি ভোট
1 উত্তর
–1 টি ভোট
1 উত্তর
Easyanswer এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। Live Traffic Feed
...