কসম করা বলতে সাধারণত শপথ করাকে বোঝায়। কিন্তু এটা করা ইসলামে জায়েয আছে তবে কসম শুধু আল্লাহর নামে করা যাবে। তবে সেটাও প্রয়োজনে। আল্লাহ ব্যাতীত অন্য কারো নামে কসম করলে সেটা সরাসরি শিরক ( আল্লাহর সাথে কারোর তুলনা করা) এর মধ্যে পড়বে। আর আল্লাহ সব গোনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাই আল্লাহ ব্যাতীত অন্য কারো নামে কসম করা যাবে না।
মহানবী হজরত মুহাম্মদ (স.) বলেছেন " যে আল্লাহ ব্যাতীত অন্য কারো নামে কসম করলো, সে আল্লাহর সাথে শিরক করলো। "
(মেশকাত, হাদিস: ৩৪১৯)
আবার কেউ যদি আল্লাহর নামে কসম করে তাহলে সে মিথ্যা কসম ও করতে পারবে না। এটাও ভয়ঙ্কর গুনাহের সামিল। তাই প্রয়োজন ছাড়া আমরা কেউ কখনো কসম করবো না ইন-শা-আল্লাহ্৷