বর্তমানের এই আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমার সবাই কম বেশি মোবাইল ফোনের ব্যবহার করে থাকি। আর মোবাইল ফোনের ব্যবহার করতে হলে সিম ব্যাবহার করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়৷ কিন্তু আমরা যদি একটু লক্ষ করে থাকি তাহলে দেখতে পাবো: মোবাইল ফোনের সিম কার্ডের এক পাশ কাটা থাকে। কিন্তু করো মাথায় কী এই ❓ প্রশ্নটা এসেছে
#যে সিম কার্ডের এক পাশ কাটা থাকে কেন?
আসলে সিম কার্ড দেখতে প্রায় চারকোণা আকৃতির শুধু এক পাশে কাটা থাকে। এটা দেওয়ার একটাই কারণ হলো মোবাইলের সিমটা ঠুকানোর সময় যাতে কোন সমস্যা না হয়। কারণ সিমের মাঝখানে একটা চিপ এর মতো দেখতে একটা বস্তু থাকে। যেখানে সিমের সকল তথ্য জমা থাকে। কিন্তু সিমটা যদি সঠিক ভাবে না লাগানো হয় তাহলে সিমটা সঠিক ভাবে কাজ করবে না। তাই ব্যাবহারকারী যাতে সঠিকভাবে সিমটা তাদের মোবাইলে প্রতিস্থাপন করতে পারে।
#২. প্রত্যেক কোম্পানির সিম একসাইজের এবং একই পাশে কাটা থাকে কেন?
আসলে আমেরিকান কোম্পানি ISO এটাকে অনুমোদিত করেছে। এটাকে স্টানডার্ড ফর্মে ধরে দিয়েছে।তাই পৃথিবীর সব সিম কার্ডেই এই নিয়মকে অনুসরণ করে সিম তৈরি হয়েছে। তাই সব সিম কার্ডের এক পাশে কাটা থাকে।