২০২৪ এর জুলাই গনঅভ্যুত্থানে এদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। এর পরে তার কোন খোঁজ খবর না পাওয়া গেলেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জানান দেন যে তিনি এখোনও আছেন।
নেটিজেন দের কাছে তার সমালোচনা দিন দিন কমে আসতে থাকে। তবে বর্তমানে আবার হাসিনাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের কাছে। তার কারণ একটি ভিডিও গেম। গেমটির নাম দৌড়াও হাসিনা দৌড়াও।
গেমটিতে কী আছে?
গেমটিতে ঢুকলে আমরা ৩ টি চরিত্র খুঁজে পায়। গেমটির প্রধান চরিত্র হলেন শেখ হাসিনা৷ আরো দুটি চরিত্র হলো: নরেন্দ্র মোদি এবং ড. মুহাম্মদ ইউনূস। গেমটিতে শেখ হাসিনা মোদির পেছনে দৌডাচ্ছেন। আর সামনে থেকে বাঁশ হাতে আসছেন মুহাম্মদ ইউনূস। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে শেখ হাসিনার ভাষন। আর ব্যাকগ্রাউন্ড চিত্রে দেখা যায় ভারতের পতাকা। যখন গেমটি শেষ হয়ে যায় তখন শেখ হাসিনার একটি বক্তব্য শোনা যায় যে "কী দোষ করেছি, আমার অপরাধ টা কী?" যখন গেমটি শেষ হয় তখন দেখা যায় যে শেখ হাসিনার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
গেমটি কে তৈরি করেছেন?
গেমটি তৈরি করেছেন বাংলাদেশেরই এক তরুণ ছাত্র তাসরিফ বিন মিজান। তিনি বর্তমানে বাংলাদেশের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে পড়াশোনা করছেন। তাসরিফ তার ফেসবুকের মাধ্যমে গেমটিকে নেটজেনদের মাঝে ছড়িয়ে দেন। সম্পূর্ণ গেমটি বানাতে তার ৭ ঘন্টা সময় লেগেছে।
তাসরিফ তার ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন যে এটি একটি মিমি গেম। গেমটি কোন গেম মার্কেটে শোভা পায় না। আর তিনি গেমটিকে কোন ব্যবসায়ীক পর্যায়ে নিয়ে যেতে চান না। করণ গেমটিতে রাজনৈতিক ব্যাক্তি ও দলকে নিয়ে ট্রল করা হয়েছে। যা নীতিমালার বহির্ভূত। সেজন্য এধরণের গেম সব বয়সীদের জন্য উপযুক্ত নয়। তাই তিনি এটাকে নেটজেনদের মাঝে সীমাবদ্ধ রাখতে চান।
তাসরিফ তার ফেসবুকে আরো লিখেছেন যে তিনি আরো কিছু মিমি গেম নিয়ে কাজ করছেন। যেমন:
★হেলমেট লীগ
★দূর্ণীতিগ্রস্থ পুলিশ
★শাহাবাগী
★কা*ও*য়া কাদের ইত্যাদি।