পরানীতিবিদ্যা কে ইংরেজিতে বলা হয় Meta-ethics ।
এটি মূলত নীতিশাস্ত্রের একটি শাখা যেখানে প্রকৃতি উৎস ও অর্থ এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ এটি সাধারণত স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা অধ্যয়ন করে থাকে।
পরানীতিবিদ্যার মূল কাজ হলোঃ
১. নৈতিক ধারণা বিশ্লেষণঃ অর্থাৎ কোনটা সঠিক ভালো কি মন্দ সেটা বিশ্লেষণ করা।
২. নৈতিকতার উৎস খুঁজে বের করা।
৩. একটি সংস্কৃতির মানুষের নৈতিক বিশ্বাসগুলো কেমন তা বর্ণনা করা।
৪. মানুষের মধ্যে যে নৈতিক ধারণা গুলো রয়েছে এটি কি সবার জন্য প্রযোজ্য নাকি কোন ব্যক্তিগত সেটা খুঁজে বের করা। ইত্যাদি।
সংক্ষেপে বলা চলে নীতি শাস্ত্রের গভীর চিন্তাভাবনা করা এবং অনুসন্ধান করার যে উচ্চতর শিক্ষা সেটা পরানীতিবিদ্যা থেকে শেখা যায়।