যে মরুভূমিটার নাম শুনলেই সবাই ভাবে, একখানা বিরাট বালি-বালি জমি হবে, আসলে সেটা বরফে ঢাকা! ❄️
ওটা হল অ্যান্টার্কটিকা। হ্যাঁ রে, যেটা একদম দক্ষিণের প্রান্তে, পেঙ্গুইনরা থাকে।
সেখানে বালি নেই, জলও নেই, শুধু বরফ, বরফ, আর বরফ।
কিন্তু বৃষ্টি পড়ে না, তাই ওকেও মরুভূমি বলা হয়।
অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হল একদম বরফের মরুভূমি। শুনে মাথা ঘুরছে না?”