যদি বইপ্রেমীদের জন্য কোনো তীর্থস্থান খুঁজতে যাও, তবে সেটা হলো ফ্রাঙ্কফুর্ট বইমেলা । জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রতিবছর এই মেলাটা অনুষ্ঠিত হয়, আর একে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা বলা হয় ।
এই মেলার ইতিহাসও দারুণ লম্বা । ধারণা করা হয় ১৫শ শতাব্দীতে, যখন ছাপাখানা নতুন নতুন ব্যবহার শুরু হয়, তখন থেকেই এখানে বই কেনাবেচার ধারা শুরু হয় ।
অর্থাৎ শুধু আধুনিক মেলা নয়, এটা একটা ঐতিহ্যের অংশ ।
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় প্রতি বছর হাজার হাজার প্রকাশনা সংস্থা, লেখক, অনুবাদক, লাইব্রেরিয়ান আর পাঠক একসাথে জড়ো হন।
এখানে শুধু বই কেনাবেচা নয়, নতুন লেখকদের কাজ তুলে ধরা, অনুবাদের সুযোগ তৈরি, আন্তর্জাতিক প্রকাশনা ব্যবসার চুক্তি, সবকিছু হয় এক ছাদের নিচে ।
আরেকটা জিনিস খেয়াল রাখার মতো — এই মেলা শুধু ইউরোপের জন্য নয়, সারা বিশ্বের প্রকাশনা শিল্পের জন্য বড় একটা প্ল্যাটফর্ম।
আমেরিকা থেকে এশিয়া, আফ্রিকা থেকে লাতিন আমেরিকা — প্রায় সব জায়গার প্রকাশকরা এখানে যোগ দেন ।
কেন এত গুরুত্বপূর্ণ?
-
বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রকাশকের অংশগ্রহণ হয় এখানে ।
-
নতুন বই প্রকাশের জন্য আন্তর্জাতিক স্পটলাইট পাওয়া যায় ।
-
বই ব্যবসা ছাড়াও, লেখক আর পাঠকদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয় ।