ফয়’স লেক বাংলাদেশের চট্টগ্রাম শহরের কাছে অবস্থিত। শহরের কেন্দ্র থেকে খুব বেশি দূরে নয়, প্রায় ৮ কিলোমিটার গেলেই পাহাড় আর সবুজে ঘেরা এই হ্রদ দেখা যায়।
এই লেকটা আসলে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। ১৯২৪ সালে রেলওয়ের জল সরবরাহের জন্য এখানে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছিল। তখনকার একজন ব্রিটিশ প্রকৌশলী, মি. ফয়, এর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁর নামেই জায়গাটির নাম রাখা হয় ফয়’স লেক।
এখনকার দিনে ফয়’স লেক শুধু জলাধার নয়, বরং একটা পূর্ণাঙ্গ বিনোদনকেন্দ্র। এখানে আছে বিনোদন পার্ক, ওয়াটার ওয়ার্ল্ড, রিসোর্ট আর ছোট ছোট নৌকায় ঘোরার ব্যবস্থা। পরিবারের সাথে ঘুরতে আসা মানুষ থেকে শুরু করে নতুন প্রজন্ম – সবার জন্যই এখানে কিছু না কিছু মজার অভিজ্ঞতা রয়েছে।
প্রকৃতিপ্রেমীদের জন্য আলাদা আকর্ষণ হলো লেকের চারপাশের পাহাড়ি সবুজ। শহরের ভিড় আর কোলাহল থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়েই এমন প্রশান্তি পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।
কেন বিখ্যাত?
-
কৃত্রিম হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ
-
পরিবার ও বন্ধুদের নিয়ে ঘোরার জন্য বিনোদনকেন্দ্র আছে
-
পাহাড়, লেক আর সবুজ – একসাথে এক অনন্য পরিবেশ তৈরি করে