যখন কোনো পদাথ কঠিন অবস্থায় থাকে তখন তার মধ্যকার কণাগুলো দৃঢ় অবস্থায় থাকে । পদাথকে যখন তাপ দেওয়া হয় তখন তার মধ্যকার কণাগুলো কাপতে থাকে এবং একে অপরের থেকে দুরে সরে যায় । এভাবে কণাগুলোর মধ্যে আকষণ বল কমে যায় । এসময় পদাথটি তরলে পরিণত হয় । আবার পদাথটিকে আরো তাপ দিয়ে তার মধ্যকার কণাগুলো আকষণ বল শেষ হয়ে যায় এ অবস্থাকে বায়বীয় অবস্থা বলে । আর তাই কোনো বস্তুকে তরলে পরিণত করার জন্য যতটুকু তাপ প্রয়োজন বাষ্পে পরিণত করতে আরো বেশি তাপের প্রয়োজন হয় । আর তাই কোনো পদাথের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় ।