ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই ৭৫ নম্বর জার্সি পড়েন সাকিব আল হাসান। দীর্ঘ একও যুগেরও বেশি সময়ের পথচলায় '৭৫' নম্বরটাকে রীতিমতো ব্র্যান্ডে পরিণত করেছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এখন অনেক তরুণ অলরাউন্ডারকেই এই নম্বর ব্যবহার করতে দেখা যায়।