আমার মতামত - অসম্ভবকে সম্ভব করার চেষ্টা না করাই ভালো । আপনার বাঘ কেনার মতো টাকা হবে না । এটি একটি দুলভ জীব । যদিও বা আপনার টাকা থেকে থাকে তবুও আপনি তা আপনার কাছে রাখতে পারবেন না কারণ এটি আইনীয় দন্ডনীয় । আর যদিও পোষ মানাতে চান তাহলে আপনাকে জঙ্গল এর আশেপাশে থাকতে হবে যাতে আপনি ছোট কোনো বাচ্চাকে ছোট থেকেই যত্ন নিতে পারেন । তাহলে সম্ভব হলেও হতে পারে ।