হযরত মুহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রিষ্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন । জন্মের পুবেই তার বাবা এবং জন্মের পরে তার মা কে হারান । পরবতীতে তারা দাদা আব্দুল মুত্তালিব এর নিকট বড় হন । তাকে হারিয়ে তার চাচা তার দায় ভার বহন করেন । হযরত খাদিজা (রাঃ) এর সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল ।