ইসলাম ধর্মের জন্য আল কুরআন একটি পবিত্র গ্রন্থ। এটি মহান আল্লাহ তা'য়ালা আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কাছে দীর্ঘ ২৩ বছর ধরে ধীরে ধীরে এবং প্রয়োজন অনুযায়ী হযরত জিবরাঈল (আ.) এর মাধ্যমে আসমান থেকে অবতীর্ণ করেন।
আল-কুরআন ই একমাত্র গ্রন্থ যেখানে কোন ভুল নেই। অনেক কাফের, ইহুদি অনেক চেষ্টা করেও আল-কুরআনের একটা অক্ষরও ভুল প্রমান করতে পারেনি।
আল-কুরআনই একমাত্র গ্রন্থ যেটা নাজিল (প্রকাশ) হওয়ার পরে একবারও সংযোজন, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন বা পরিবর্ধন করা হয় নি।
অনেক ইহুদি / কাফের বহু চেষ্টা করেও আল-কুরআনের একটা হরফও পরিবর্তন করতে পরেনি।
এই মহা পবিত্র গ্রন্থ মহান আল্লাহ তা'য়ালা সকল মানুষের দিকনির্দেশনার জন্য প্রেরণ করেছেন। এই গ্রন্থে তিনি সর্বমোট ১১৪ টি সূরা নাজিল করেছেন।