যে সকল উদ্ভিদ রোগব্যাধি উপশমের জন্য ব্যবহার করা হয় সেসকল উদ্ভিদকে ঔষধি উদ্ভিদ বলা হয় | এগুলোকে ভেষজ উদ্ভিদও বলা হয় | ঔষধি উদ্ভিদের মধ্যে রয়েছে থানকুনি, তুলসী, কালোমেঘ, বাসক, সর্পগন্ধা, অর্জুন, হরিতকী, আমলকী, বহেরা, ঘৃতকুমারী,তেলাকুচা ইত্যাদি | এসকল উদ্ভিদের বিভিন্ন অংশ যেমনঃ কাণ্ড, পাতা, ফুল, ফল অথবা সম্পূর্ণ উদ্ভিদের রস বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় | প্রাচীনকাল থেকে মানুষ এসকল রোগ নিরাময়ের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল ছিল | আধুনিক চিকিৎসা সেবার কারণে এসকল প্রাচীন পদ্ধতি বিলুপ্তপ্রায় |