সাধারণত যেসব মায়েরা গর্ভবতী হন তাদের প্রথমদিকে পেটে সামান্য ব্যথা অনুভব হতে পারে। এখন আমরা জানবো এই ব্যথা হওয়ার কারণ কি?
গর্ভাবস্থায় পেটে ব্যথা সাধারণ কারণেও করতে পারে আবার বিভিন্ন সমস্যাজনিত কারণেও হতে পারে। গর্ভাবস্থায় প্রথম মাসে তলপেটে ব্যথা হওয়ার কিছু কারণঃ
গর্ভধারণের পরিবর্তনঃ গর্ভধারণের শুরুর দিকে মেয়েদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায়। এই সময়ই মেয়েদের গর্ভের নানা ধরনের পরিবর্তন সাধিত হয়। মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তাদের গর্ভাশয়ের দেয়ালে এর প্রসারণের কারণে তলপেটে ব্যথা সৃষ্টি হতে পারে। এই পরিবর্তনে চিন্তার কোন কারণ নেই, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে জানান দেয় যে আপনার শরীর গর্ভধারণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
গর্ভাশয় এর প্রসারণঃ আমরা দেখি যখন কোন মা গর্ভবতী হন তখন তার পেট কিছুটা ফুলে যায়। এটা একদিনে হয় না এটা ধীরে ধীরে ঘটে থাকে। যখন কোন মা গর্ভবতী হন, তা শুরুর দিকে পেট ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। এই প্রসারণের কারণে গর্ভাশয়ের চারপাশের মাংস বেশি ও লিগামেন্টে কিছুটা চাপের সৃষ্টি হয়। যার ফলে তলপেটে ব্যথা অনুভূত হয়।
হরমোনঃ গর্ভাবস্থায় শরীরে কিছু হরমোনাল পরিবর্তন দেখা যায়। এই হরমোনের পরিবর্তনের কারণে শরীরে প্রাথমিক কিছু ব্যথার অনুভব ঘটতে পারে।
পূর্বে ব্যথাঃ যদি অতীতে মায়ের কোন ব্যাথার ইতিহাস থেকে থাকে তাহলে সেটা আবার নতুন করে দেখা দিতে পারে যার ফলে তলপেটে ব্যাথা অনুভব হতে পারে।
গর্ভাবস্থায় প্রথম মাসে তলপেটে ব্যথা হওয়া একটি স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে ভয়ের তেমন কোন কারণ নেই। তবে এই ব্যথা যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরী।