হ্যাঁ। ৩০ দিনের অতিরিক্ত সময়ে থাকা লাইভ ভিডিও গুলা ফেসবুক থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। অর্থাৎ ফেসবুকে লাইভ আপলোড দেওয়ার পরে যদি ৩০ দিন পার হয়ে যায় তাহলে সেই ভিডিও গুলা ফেসবুক থেকে মুছে দেওয়া হবে।
১৯ শে ফেব্রুয়ারি ২০২৫-এ ফেসবুক একটি বড় আপডেট এনেছে। সেটি হল ফেসবুকে আপলোড করা লাইভ ভিডিও ৩০ দিনের বেশি সংরক্ষণ করা যাবে না। অর্থাৎ আপনি যদি ফেসবুকে কোন লাইভ ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেটি ৩০ দিন পর্যন্ত আপনার প্রোফাইল বা পেজে দেখা যাবে। এরপরে আপনার ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক থেকে মুছে ফেলা হবে।
ফেসবুকের এই আপডেটটি শুধু বর্তমানের ভিডিও গুলোর জন্যই প্রযোজ্য নয় পূর্বের ভিডিওগুলোর ক্ষেত্রেও এই আপডেটটি প্রযোজ্য। অর্থাৎ আপনার ফেসবুক আইডি কিংবা পেজে যদি কোন লাইভ ভিডিও আপলোড করা থাকে এবং সেটি যদি ৩০ দিনের অধিক সময় ধরে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে থাকে তাহলে সেটি মুছে ফেলা হবে।
তবে আসার কথা এই যে, এই ভিডিও গুলা সংরক্ষণের জন্য ফেসবুক কিছু টুলস ব্যবহারকারীকে দিবে। যার মাধ্যমে ব্যবহারকারী ভিডিওগুলা সংরক্ষণ করতে পারবে। ভিডিও গুলা সংরক্ষণের জন্য ফেসবুক ব্যবহারকারীকে প্রথমে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে। এবং ব্যবহারকারীকে ৯০ দিন সময় দিবে। এই ৯০ দিনের মধ্যে ব্যবহারকারী চাইলে তার ভিডিও গুলা তার ডিভাইসে কিংবা গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সংরক্ষণ করতে পারবে। এর জন্য প্রথমে ব্যবহারকারীকে সেই লাইভ ভিডিও গুলা সিলেক্ট করতে হবে। পরে ডাউনলোড নামে একটি অপশন দেখা যাবে সেখানে ক্লিক করলে ভিডিওগুলা কাঙ্খিত জায়গায় সংরক্ষিত হয়ে যাবে। ব্যবহারকারী চাইলে একসাথে একাধিক ভিডিও ডাউনলোড করতে পারে। এর জন্য ব্যবহারকারীকে এক্টিভিটি লগে যেতে হবে। সেখান থেকে যে তারিখের মধ্যে থাকা ভিডিও গুলা সে ডাউনলোড করতে চাই সেই তারিখ সিলেক্ট করতে হবে। তারপরে ডাউনলোডে ক্লিক করলে ভিডিওগুলা ডাউনলোড হয়ে যাবে। ধন্যবাদ।