সংক্ষেপে বলতে গেলে, নোকিয়া এতো বড় হয়ে উঠেছিল যে তারা ভেবেছিলো 'এমনি করেই যায় যদি দিন যাক না.' এটা ভেবে তারা নিত্যনতুন উদ্ভাবনের থেকে দূরে সরে গিয়েছিলো। ঠিক সেই সময় apple এবং এন্ড্রয়েড ফোন বাজারে এসে এক নতুন দিগন্ত খুলে দেয়. সেই স্রোতে নোকিয়া আর ব্ল্যাকবেরি (রিম) ধুয়ে মুছে সাফ হয়ে যায়.